সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৯ ২০:২৭

সিলেট সরকারি পাইলট স্কুলে বিজয় দিবস পালন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান। এতে বক্তব্য দেন স্কুলের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সালমা নুরুন্নাহার, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক শিলা সাহা, সহকারী শিক্ষক শওকত হোসেন ও জয়নাল আবেদীন।

এ সময় প্রধান শিক্ষক মো. কবির খান বলেন, এ দেশ এমনি এমনি স্বাধীন হয়নি। এজন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ৩০ লাখ শহীদ হয়েছেন। ইজ্জত হারিয়েছেন ২ লাখ মা-বোন। তাই সবাইকে নিজের মধ্যে দেশ প্রেম জাগাতে হবে। যে জাতি যত উন্নত তাদের মধ্যে দেশপ্রেম বেশী। তাই সবাইকে সবার আগে দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত হতে হবে। যার মধ্যে দেশ প্রেম থাকে সে কখনো কোন অন্যায়ও করেনা।

আপনার মন্তব্য

আলোচিত