সংবাদ বিজ্ঞপ্তি

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৫

হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বিজয় দিবসের আলোচনা সভা

সিলেট সদর উপজেলার টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রহমান খোরাসানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য এ.কে.এম ইকবাল নেওয়াজ উদ্দিন আহমদ, শিক্ষানুরাগী সদস্য নেওয়াজ উদ্দিন, সহকারী শিক্ষক আবু হেলাল মো. বিলাল, মো. আব্দুস শুকুর, এস.কে.এম বদরুল হুদা, তৃপ্তি শোভা নাথ, রীপা চক্রবর্তী, নিলুফা আহমদ, ইয়াছমিন, রোহিত তালুকদার, মোহাম্মদ মহি উদ্দিন, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মো. আব্দুল বাশার, রাসেন্দ্র নারায়ণ তালুকদার, মো. এনামুল হক, সুজন চন্দ্র দে, মো. জাহাঙ্গীর আলম, খণ্ডকালীন শিক্ষক হানিফ মো. জামিল, মাওলানা শামীম আহমদ, আব্দুল আল-নোমান, উচ্চমান সহকারী মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর মো. তানভির আহমদ প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত