সংবাদ বিজ্ঞপ্তি

২৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৪

এইডেড স্কুলের ২০০০ ব্যাচের পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দি এইডেড হাই স্কুল’ এর এসএসসি-২০০০ (মিলেনিয়াম) ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীস্থ তাঁতিপাড়ায় অবস্থিত ‘দি এইডেড হাই স্কুল’ ক্যাম্পাসের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার অনুষ্ঠিত সভায় আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হবে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।  

এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) ‘দি এইডেড হাই স্কুল’ এর এসএসসি-২০০০ (মিলেনিয়াম) ব্যাচের শিক্ষার্থীরা এক মিলনমেলার আয়োজন করে। এই মিলন মেলার আয়োজনকে তারা পুনর্মিলনীর প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন।

২০ ডিসেম্বর স্কুলটির এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা সিলেটের গোয়াইনঘাটের ‌‘জাফলং পিকনিক স্পটে’ গিয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি শেষ করেন। মাসব্যাপী রেজিস্ট্রেশনের মাধ্যমে শতাধিক বন্ধু এই মিলন মেলায় অংশ নেন।

সেদিন সকাল ৭ টায় জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে থেকে যাত্রা শুরু করে জাফলং পৌঁছায় ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হৈ-হুল্লোড় শেষে জেলা পরিষদ ডাকবাংলো, নলজুড়িতে এসে দুপুরের খাবার খায় সবাই। এরপর আড্ডা, গান, খেলাধুলা এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনন্দ উদযাপন করে তারা। এরপর পুনর্মিলনীর দ্বিতীয় ধাপ সফলের লক্ষ্যে আলোচনায় বসে সবাই।

মিলন মেলার আয়োজক কমিটির সদস্য সমীরণ তালুকদার এ ব্যাপারে জানান, পুনর্মিলনী সফল করতে মিলেনিয়াম ব্যাচের দেশ-বিদেশের সকল বন্ধুদের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন। এজন্য ধাপে ধাপে কয়েকবার তারা বৈঠক করেছেন। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় পুনরায় বৈঠকে বসি আমরা। এ বৈঠকে আগামী ৩ জানুয়ারি আমরা ২০০০ ব্যাচের সকল শিক্ষার্থীরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।

সভায় উপস্থিত ছিলেন, সমীরন তালুকদার, সাহিদ জনি, আরএ রুহুল, রনি চক্রবর্তী, কায়কোবাদ আলী, এইচ এম রনি ,মুন্না, মালিক বিপ্লব প্রমুখ।

এদিকে শীতবস্ত্র বিতরণে সকলের সহযোগিতা চেয়ে ও প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি বিকাশ নাম্বার দেয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।

নাম্বার দুটো হচ্ছে, ০১৭১৮৩৮৯৬৬৬ (সমীরণ) ০১৭১১২৩৯৬৩৬ (সাহিদ জনি)।

আপনার মন্তব্য

আলোচিত