কোম্পনাীগঞ্জ প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২০ ২৩:২৮

এমসি কলেজের নতুন অধ্যক্ষ সালেহ আহমদকে ফু্ল দিয়ে শুভেচ্ছা

এমসি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ সালেহ আহমদকে ফু্ল দিয়ে শুভেচ্ছা জানান পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এরশাদুল হক, পূর্বাঅঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী এবং শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক মো. খায়রুল আলম।

এসময় এম সি কলেজের প্রফেসর সালেহ আহমদ বলেন, পূবালী ব্যাংক হলো বাঙ্গালীদের মালিকানায় দেশের সর্ব প্রথম ব্যাংক বিশ্ব মানের অনলাইন নেটওয়ার্ক সেবা এদেশের মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

সারাদেশে ৪৮২টি শাখায় পূবালী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এ ব্যাংকের কার্যক্রম গ্রাম পর্যায়েও বিস্তৃত রয়েছে। তিনি বলেন, বেসরকারি ব্যাংকের মধ্যে পূবালী ব্যাংক দেশের অর্থনীতিতে অনন্য ভূমিকা রাখছে। এর পেছনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকদের অবদান অনস্বীকার্য। শুরু থেকেইে ব্যাংকের পরিচালনা পর্ষদে সিলেটের প্রাধান্য রয়েছে। যা এখনো অব্যাহত আছে। আগামীতে সিলেটে এর পরিধি আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পূবালী ব্যাংক গণমানুষের ব্যাংকে পরিণত হয়েছে। জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। জনকল্যাণমূলক কর্মকান্ডে পূবালী ব্যাংক নিজেকে সম্পৃক্ত করেছে। যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি পূবালী ব্যাংকের আরও উন্নতি ও সাফল্য কামনা করেন। 

আপনার মন্তব্য

আলোচিত