সংবাদ বিজ্ঞপ্তি

১২ জানুয়ারি, ২০২০ ১৯:৩২

চারুপাঠের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

চারুপাঠ চারুবিদ্যালয়ের একযুগ পূর্তি উৎসবে দ্বিতীয় দিনে চলমান চিত্র প্রদর্শনীসহ সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু কিশোরদের নিয়ে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় চারশতাধিক শিশু কিশোর।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল - নিরাপদ সড়ক চাই ও সংশ্লিষ্ট বিষয়। শব্দ দূষণ, ট্রাফিকজ্যাম , রোড এক্সিডেন্ট, মডেল টাউন, ফ্লাইওভারসহ সুন্দর শহর, ট্রাফিক আইন মেনে চলার দৃশ্য, সচেতনতামূলক মানববন্ধন, সর্বোপরি একটি সুশৃঙ্খল বাংলাদেশ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে চারুপাঠ চারুবিদ্যালয়ের একযুগ পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে। যা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ১৪ জানুয়ারি বিকেল তিনটায়, আনন্দনিকেতন স্কুলে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. মজিদুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত