১৭ মে, ২০২০ ১৯:১৭
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ের কাননগো বাজার ও খুটাউরা বাজারে পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও উপজেলা শাখার আহবায়ক এডভোকেট জিল্লুর রহমান, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির আহমেদ, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টুনু আহমেদ, সহ সভাপতি বেলাল আহমেদ, নাদিম হোসাইন, তালিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী, তালিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তদির আলী, বর্ণি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আপ্তাবুর রহমান বাবলু, তালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান পলক, মাহবুবুর রহমান, আশরাফুল ইসলাম, ইয়াহিয়া আহমেদ রাসেল, আলী আহমেদ আলো, হাসিম আহমেদ প্রমুখ। ইফতার সামগ্রী বিতরণে সহযোগিতা করেন ফ্রান্স প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী কৃষকলীগ নেতা ফয়ছল আহমেদ, সৌদি আরব প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদ্যুৎ দাশ, আব্দুল মুমিন চৌধুরী, নিউইয়র্ক প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রাণতুষ দাশ প্রমুখ।
আপনার মন্তব্য