স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২০ ১১:৪৫

জয়ে ফিরেই শীর্ষে ইতালি

গত দুই ম্যাচ পয়েন্ট হারিয়ে বেশ হতাশায় পড়েছিল ইতালি। শেষ পর্যন্ত রোববার বাংলাদেশ সময় রাতে নেশন্স লিগে জয়ে ফিরেছে দলটি। এরফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠে রোববার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইতালি। প্রথমার্ধে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি। এর আগে গত মাসে পোল্যান্ডের মাঠে গোলশূন্য ড্রয়ের পর নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল চারবারের বিশ্বকাপ জয়ীরা।

বিজ্ঞাপন

রোববার অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো ইতালি। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে ফেদেরিকো বের্নারদেস্কির জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এদিকে ম্যাচের ২০তম মিরিনটে লরেন্সো ইনসিনিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল দেননি রেফারি। এর ছয় মিনিট পরই সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো।

বেশিরভাগ সময় নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা পোল্যান্ড বিরতির আগে গোলের উদ্দেশে একটি শটও নিতে পারেনি। দলের সেরা তারকা রবের্ত লেভানদোভস্কি ছিলেন নিজের ছায়া হয়ে।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি। ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো ইতালি।

এ জয়ে ইতালির পয়েন্ট ৯। এরফলে টেবিলের শীর্ষে ফিরেছে দলটি। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। বসনিয়ার ২ পয়েন্ট।

আপনার মন্তব্য

আলোচিত