স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০২০ ১০:৪১

আতলেটিকোর কাছে হেরেছে বার্সেলোনা

লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে আতলেটিকো মাদ্রিদ। এবারের মৌসুমে স্প্যানিশ এই লিগে একমাত্র দল হিসেবে এখনও হারেনি তারা এক ম্যাচও। সর্বশেষ গতরাতের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পেয়েছে তারা এক গোলে জয়।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার রাতে ১-০ গোলে জিতেছে আতলেটিকো। আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমেওনের অধীনে বার্সার বিপক্ষে এই প্রথম জয় পেল আতলেটিকো।

শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচের প্রথম গোল আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। টের স্টেগেনের মারাত্মক ভুলে এগিয়ে যায় আতলেতিকো। জেরার্দ পিকের ভুলে হারানো বল ঠেকাতে প্রায় মাঝমাঠে উঠে আসেন বার্সেলোনা গোলরক্ষক। তাকে এড়িয়ে বেশ দূরে থেকে ইয়ানিক কারাসকো ফাঁকা জালে বল পাঠান।

বার্সেলোনার বিপক্ষে জিতে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদেরও পয়েন্ট ২০।

আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।

দিনের অন্য খেলায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করা রিয়াল মাদ্রিদ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল ১৯ পয়েন্ট নিয়ে তিনে।

আপনার মন্তব্য

আলোচিত