স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০২১ ১১:২৭

শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ

তুষারপাতের কারণে গতকালে অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জয় পেলেই শীর্ষে ওঠা হতো রিয়াল মাদ্রিদের, কিন্তু ওসাসুনার বিপক্ষে কাঙ্ক্ষিত জয়টি করায়ত্ত করতে পারেনি তারা। ফলে পয়েন্ট খুইয়ে হারাল লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল জিনদিনে জিদানের দল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ এল সাদারে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা।

বৃষ্টির মত তুষারপাত আর প্রচণ্ড ঠাণ্ডার আবহাওয়া প্রতিকূল পরিবেশে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে ভালো করতে পারেনি রিয়াল। গোলের উদ্দেশে তাদের নেওয়া ৯ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। অবশ্য রিয়াল দুবার জালে বল পাঠিয়েছিল; কিন্তু দুবারই বাজে অফসাইডের বাঁশি।

ম্যাচের ৩০তম মিনিটে গিয়ে মেলে প্রথম ভালো সুযোগ। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো গোলের সম্ভাবনা তৈরি হতো না। লুকাস ভাসকেসের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি রাফায়েল ভারানে, কর্নার পায় ওসাসুনা। তা থেকেই অরক্ষিত ওইয়েরের হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

প্রথমার্ধে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে না পারা রিয়াল ৪৯ মিনিটে এগিয়ে যেতে পারতো। সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল দারুণ দক্ষতায় ধরার ফাঁকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দেন মার্কো আসেনসিও, ডি-বক্সের বাইরে থেকে নেন জোরালো শট। তবে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

পয়েন্ট হারালেও এই নিয়ে লিগে টানা আট ও সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ অপরাজিত দলটি। ১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮; তিনটি ম্যাচ কমও খেলেছে তারা।

দিনের আরেক ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়ারিয়াল।

আপনার মন্তব্য

আলোচিত