সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২১ ১৮:৪০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দলে নতুন মুখ তিন জন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান এবং পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আল-আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ ও নাইম শেখ। চোটের কারণে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন।

২০১৯ সালে শ্রীলংকা সফরের পর প্রথম বার ওয়ানডে দলে জায়গা পেলেন তাসকিন।

নয় মাস পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ।

সেই সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মাশরাফি মোর্ত্তজা, আল-আমিন, নাইম ও শফিউল ইসলাম।

বাংলাদেশের হয়ে এর আগে মেহেদি চারটি ও হাসান একটি টি-টোয়েন্টি খেললেও এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলেন শরিফুল।

মার্চে অধিনায়ক হিসেবে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পর এটিই তামিম ইকবালের প্রথম ওয়ানডে সিরিজ।

১৮ সদস্যের বাংলাদেশ দল


তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত