স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২১ ০৫:০৬

রোনালদো-মোরাতার গোলে পিরলোর প্রথম শিরোপা

জুভেন্টাসের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন দলটির সাবেক ফুটবলার আন্দ্রেয়া পিরলো। তুরিনের ‘ওল্ড লেডি’রা ইতালিয়ান সুপার কাপ জিতেছে নবমবারের মত। গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর আলভারো মোরাতা।

মাপেই স্টেডিয়ামে বুধবার রাতে ২-০ গোলে জেতে আন্দ্রেয়া পিরলোর দল।

গত বছরের জুনে ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা খুইয়েছিল জুভেন্টাস।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৪তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। বের্নারদেস্কির কর্নার নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত পর্তুগিজ ফরোয়ার্ড। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

এক গোলে পিছিয়ে পড়া নাপোলির সুযোগ আছে সমতায় ফেরার। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইনসিনিয়ে। বাইরে মারেন তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতি-আক্রমণে হুয়ান কুয়াদরাদোর পাস পেয়ে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা।

আপনার মন্তব্য

আলোচিত