স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২১ ০৫:৪৮

রোনালদো ৭৬০ অপরাজিত

ক্লাব ও জাতীয় দল মিলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে এখন ৭৬০ গোলের মালিক সিআরসেভেন।

মাপেই স্টেডিয়ামে ইতালিয়ান সুপার কাপে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে জুভেন্টাস। আর দলের প্রথম গোলটি করে রেকর্ডটির মালিক বনে যান রোনালদো। ম্যাচের ৬৪তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে বল নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত রোনালদো। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ক্যারিয়ারে পর্তুগিজ তারকার মোট গোল হলো ৭৬০টি। গত ১০ জানুয়ারি সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে জালে বল পাঠিয়ে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার বিকান মাঠ মাতিয়েছেন ১৯৩০ ও ৪০’ এর দশকে। ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেওয়া আছে ৭৫৯টি।

রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ লাগল ৩৫ বছর বয়সী রোনালদোর।

গত ৩ জানুয়ারি ঘরের মাঠে সেরি আয় উদিনেজের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ের পথে দুবার জালে বল পাঠিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছিলেন জুভেন্টাস তারকা।

২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করা রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৮ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি। অর্থাৎ, ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন রোনালদো।

ক্রিশ্চিয়ানো রোনালদো পেশাদার ফুটবলে তার প্রথম গোল করেন স্পোর্টিং লিসবনের হয়ে ২০০২-২০০৩ মৌসুমে।

শততম গোলটি করেন ২০০৭-০৮ মৌসুমে এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টটেনহামের বিপক্ষে।

২০০তম গোলটি করেন ২০১০-১১ মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

৩০০তম গোলটি করেন ২০১১-১২ মৌসুমে লা লিগায় গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে।

৪০০তম গোলটি করেন ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে।

৫০০তম গোলটি করেন চ্যাম্পিয়ন্স লিগে মালমোর ২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের পক্ষে।

৬০০তম গোলটি করেন চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে।

৭০০তম গোলটি করেন ইউরো ২০২০-এ জাতীয় দল পর্তুগালের পক্ষে ইউক্রেনের বিপক্ষে।

৭৫০তম গোলটি করেন ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে জুভেন্টাসের হয়ে।

আপনার মন্তব্য

আলোচিত