স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২১ ১১:৪০

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার তারা মাঠে নামবে সিরিজ জয় নিশ্চিত করতে। ওয়েস্ট ইন্ডিজের লড়াই সিরিজে টিকে থাকার।

মিরপুরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মাঠে গড়ায় বল।

প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। এমন হারে স্বাভাবিকভাবেই মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে প্রথম সারির ১২জন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ক্যারিবীয় দলে ছয়জনের অভিষেক হয়েছিল। দ্বিতীয় ম্যাচে আরও একজনের অভিষেক হয়েছে। বাংলাদেশ একাদশে এদিন কোনো পরিবর্তন আসেনি।

বুধবারের ওই ম্যাচ দিয়েই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে অভিযান শুরু করে দুই দল। ম্যাচ জিতে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানরা মাঠে নামবে পয়েন্ট পাওয়ার চেষ্টায়। বাংলাদেশের চাওয়া থাকবে আরও ১০ পয়েন্ট বাড়িয়ে নেওয়া।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ, আকিল হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত