স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০২১ ১৩:১৩

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রাজ্জাক-নাফিসের

মিরপুর শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজনের বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। তাদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেটারদের সংস্থা কোয়াব।

ক্রিকেট থেকে অবসর নিলেও মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের এই সাবেক দুই ক্রিকেটারের। অবসরের পর নাফিস ও রাজ্জাক দুজনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হয়েছেন। রাজ্জাক হয়েছেন নির্বাচক আর নাফিস চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে।

বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের কৃতিত্বের অধিকারী রাজ্জাক জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট খেলে ২৮ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৪৩ উইকেট। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট খেলে ১২৬৭ রান করেছেন নাফিস। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তার। ৭৫ ওয়ানডে খেলে তিনি করেছেন ২২০১ রান, এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি আছে তার।

আপনার মন্তব্য

আলোচিত