সিলেটটুডে ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০২১ ১৭:৪৮

দিন শেষে কিছুটা স্বস্তি দিলেন বোলাররা

ঢাকা টেস্টে ১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে ১৫৪ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে হলে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস অল্পতেই গুটিয়ে দিতে হবে মুমিনুল হকের দলকে। সেই লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি।

দলীয় ১১ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান নাঈম হাসান। ২২ রানের মাথায় মোসলেকে সৌম্য সরকারের ক্যাচ বানান মেহেদি হাসান মিরাজ। মোসলেকে ফেরানোর মাধ্যমে টেস্টে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মিরাজ।

দলীয় ৩৯ রানের মাথায় তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে বাংলাদেশের তৃতীয় শিকারে পরিণত হন জন ক্যাম্পবেল।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪০৯ রান। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৯৬ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৫৭ ও মুশফিকুর রহিম ৫৪ রান করেন। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪৪ রান। অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে এসেছিল ২১ রান। বাকি ব্যাটসম্যানরা বলার মতো রান করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি স্পিনার রাহকীম কর্নওয়াল নিয়েছিলেন ৫টি উইকেট। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ৪০৯/১০ (১ম ইনিংস)

বাংলাদেশ ২৯৬/১০ (৯৬.৫ ওভার)

লিটন ৭১, মিরাজ ৫৭, মুশফিক ৫৪, তামিম ৪৪, মুমিনুল ২১, মিঠুন ১৫, শান্ত ৪, সৌম্য ০;

কর্নওয়াল ৫/৭৪, গ্যাব্রিয়েল ৩/৭০, জোসেফ ২/৬০।

ওয়েস্ট ইন্ডিজ ৪১/৩ (২১ ওভার)

ক্যাম্পবেল ১৮, বনার ৮*;

তাইজুল ১/১৩, নাঈম ১/১৪, মিরাজ ১/১৪।

আপনার মন্তব্য

আলোচিত