স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২১ ১২:০০

রিয়ালকে ছাড়িয়ে আতলেটিকোর আরও কাছে বার্সেলোনা

পয়েন্ট তালিকায় একটা সময়ে দশের বাইরে থাকা বার্সেলোনার বর্তমান অবস্থান চোখধাঁধানো, মনভুলানো। কাল রাতে ওয়েস্কাকে বড় ব্যবধানে হারিয়ে তারা রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গিয়ে আতলেটিকো মাদ্রিদের আরও কাছে এসে পৌঁছেছে।

কাম্প নউয়ে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। আর এরমাধ্যমে ২৭ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে দুইয়ে ফেরা বার্সেলোনার পয়েন্ট হলো ৫৯। ২ পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আতলেতিকো।

মেসি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান। রাফা মির একটি গোল শোধ করার পর দ্বিতীয়ার্ধে অস্কার মিনগেসার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোনাল্ড কুমানের দল। শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা।

এই ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচ এখন ৭৬৭।

আপনার মন্তব্য

আলোচিত