স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০২১ ১২:৫৯

নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে বাংলাদেশের হার

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ইউনিভার্সিটি ওভালে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪১.৫ ওভারে বাংলাদেশের করা ১৩১ রানের জবাবে মাত্র ২১.২ ওভারেই টপকে গিয়ে কিউইরা ম্যাচ জেতে ৮ উইকেটে।

ষষ্ঠ ওভারে তাসকিন আহমেদের বলে মার্টিন গাপটিল (১৯ বলে ৩৮) উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৫৪ রান তুলেছে নিউ জিল্যান্ড।

গাপটিল আউট হওয়ার পর নিউ জিল্যান্ডকে হাল ধরেন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৯০ বলে তাদের ৬৫ রানের জুটি গড়েন তারা।

জয় থেকে ১৩ রান দূরে থাকতে হাসান মাহমুদের বলে আউট হন কনওয়ে (৫২ বলে ২৭)। অভিষিক্তি উইল ইয়ং ও নিকোলস মিলে নিউজিল্যান্ডের বাকি পথটুকু পার করেন। ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন নিকোলস।

ম্যাচে মোট ছয় বোলার ব্যবহার করেছেন তামিম। ৪ ওভারে ২৬ রানে উইকেটশুন্য ছিলেন মোস্তাফিজ। ওভারপ্রতি গড়ে দশের বেশি রান দিয়ে সবচেয়ে খরুচে হাসান। ৪ ওভারে ৪১ রানে ১ উইকেট নেন তিনি। কোনো উইকেট না পেলেও ৬ ওভারে মাত্র ১৭ রান দেন মেহেদী। ৪ ওভারে ২৩ রানে ১ উইকেট নেন তাসকিন।

দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার। সিরিজে টিকে থাকতে সে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সেজন্য ব্যাটসম্যানদের দায়িত্বই সবচেয়ে বেশি, অন্তত প্রথম ম্যাচের স্কোরকার্ড তাই বলে। সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪১.৫ ওভারে ১৩১ (তামিম ১৩, লিটন ১৯, সৌম্য ০, মুশফিক ২৩, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৭, মিরাজ ১, শেখ মেহেদী ১৪ , তাসকিন ১০, হাসান ১ , মোস্তাফিজ ১*; বোল্ট ৪/২৭, হেনরি ১/২৬, জেমিসন ০/২৫, নিশাম ২/২৭, স্যান্টনার ২/২৩)
নিউ জিল্যান্ড: ২১.২ ওভারে ১৩২/২ (গাপটিল ৩৮ , নিকোলস ৪৯* , কনওয়ে ২৭, ইয়ং ১১* ; মোস্তাফিজ ০/২৬, হাসান ১/৪৯, তাসকিন ১/২৩, শেখ মেহেদি ০/১৭ , মিরাজ ০/৯, সৌম্য ০/৫)

ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০ তে এগিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত