স্পোর্টস ডেস্ক

২২ মার্চ, ২০২১ ০৯:০৬

সোসিয়েদাদের জালে বার্সেলোনার গোল উৎসব

লা লিগায় বাজে শুরুর পর অজেয় হয়ে ওঠেছে বার্সেলোনা। গত বছরের ডিসেম্বরের পর থেকে আর হারেনি তারা। এনিয়ে একে একে ১৮ ম্যাচ থেকেছে অপরাজিত; এরমধ্যে আছে ১৫ জয় আর তিন ড্র। রোনাল্ড ক্যোমানের এই অজেয় যাত্রায় এবার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের জালে করেছে গোল উতসব।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে বার্সা। অঁতোয়ান গ্রিজমান দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে-পরে ব্যবধান বাড়ান সের্জিনো ডেস্ট। পরে মেসির দুই গোলের মাঝে একটি করেন উসমান দেম্বেলে।

গত সোমবার ওয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ৭৬৮ ম্যাচ খেলে এবার রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও দুইয়ে ফিরল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আর আতলেতিকো মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে কাতালান দলটি।

আপনার মন্তব্য

আলোচিত