স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০২১ ০০:০৩

কিরগিজস্তানকে হারিয়ে ত্রিদেশীয় ফুটবলে বাংলাদেশের শুভসূচনা

বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ১-০ গোলে কিরগিজস্তানের বিপক্ষে জয় পেয়েছে। ম্যাচের ভাগ্যনিয়ন্ত্রক একমাত্র গোলটি আত্মঘাতী।

ম্যাচের ৩০তম মিনিটের প্রতিপক্ষ দলের ডিফেন্ডার কুমারবাজ বাইয়ামানের ভুলে এগিয়ে যায় বাংলাদেশ এবং সেটাই গড়ে দেয় পার্থক্য।

এ জয়ে ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে তারা।

শিষ্যদের পারফরম্যান্সে খুশি জাতীয় দলের কোচ জেমি ডে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় ডে বলেন, আমরা ক্লিনশিট নিয়ে ফিরেছি, যেটা খুবই ভালো। বল পজিশনে ওদের চেয়ে ভালো ছিলাম। কিছু খেলোয়াড়, যারা অতীতে জাতীয় দলের হয়ে খেলেনি, আমরা তাদের দেখলাম। এটা আমাদের জন্য ভালো একটা পরীক্ষা ছিল। ফলটাও ভালো হয়েছে। ছেলেরা যেভাবে খেলেছে, আমি খুশি।

আপনার মন্তব্য

আলোচিত