স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২১ ২১:০৬

শিরোপার কাছে গিয়েও পারল না বাংলাদেশ

এবারও শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ১৯৯৯ সালের পর আন্তর্জাতিক শিরোপা না জেতা বাংলাদেশের সামনে সুযোগ ছিল আনন্দে ভাসার, কিন্তু এবারও সেটা হয়নি।

সোমবার কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়াম থেকে তিন জাতি টুর্নামেন্টে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে গেছে জেমি ডের শিষ্যরা।

প্রথমার্ধে নেপাল ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেছেন বদলি নামা মাহবুবুর রহমান।

ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যায় নেপাল। সুনীল বালের কর্নার থেকে হেডে বল বিপদমুক্ত করেছিলেন সেন্টার ব্যাক মেহেদী হাসান। ফিরতি বলে বক্সের মধ্যে থেকে সনজোগ রায় জোরালো শট নিলে বাংলাদেশের মিডফিল্ডার মানিক হোসেনের দু পায়ের ফাঁক গলে দূরের পোস্ট দিয়ে জালে চলে যায়।

ব্যবধান বাড়ে ৪২ মিনিটে। নেপাল লেফটব্যাক রঞ্জিত ধিমাল, মিডফিল্ডার সনজোগ ও ফরোয়ার্ড বিশাল রায়ের রসায়নে ফাঁকা হয়ে যায় বাংলাদেশের রক্ষণভাগ। পোস্ট ছেড়ে বের হয়ে আসা আনিসুরের পাশ দিয়ে জোরালো শটে জালে জড়িয়েছেন বিশাল।

দ্বিতীয়ার্ধে সময়ের সঙ্গে সঙ্গে পাঁচটি বদল আনেন বাংলাদেশ কোচ। ৮৩ মিনিটে ব্যবধান কমান বদলি মাহবুবুর রহমান, জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেন।

আপনার মন্তব্য

আলোচিত