স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২১ ১২:০২

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগ

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ডর্টমুন্ডের মাঠে সিটি জিতেছে ২-১ গোলে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি।

কোয়ার্টারে ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে কাজটা এগিয়ে রেখেছিল সিটি। জুড বেলিংহামের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ডই। পরে ডর্টমুন্ডকে স্বপ্ন ভেঙেছেন রিয়াদ মাহরেজ ও ফিল ফোডেন।

জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না এমন সমীকরণে খেলতে নামা ডর্টমুন্ড ১৫ মিনিটেই তারা প্রথম গোল পেয়ে যায়। হরলান্ডের একটি শট সিটির রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান বেলিংহাম। ১৮ বছর বয়সী এই ইংলিশের দুরন্ত গতির শট কাঁপায় সিটির জাল।

এক গোলে পিছিয়ে থাকা সিটি দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে অ্যাওয়ে গোল তুলে নেয়। এমরে চানের হাতে বল লাগলে রেফারির পেনাল্টির বাঁশি থেকে গোল করেন মাহারেজ।

৭৪তম মিনিটে অনেকটা দূর থেকে ডে ব্রুইনের নেওয়া শট ঠেকান গোলরক্ষক। পরের মিনিটেই দলকে এগিয়ে নেন ফোডেন। ডি-বক্সের বাইরে থেকে তার শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

আপনার মন্তব্য

আলোচিত