স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০২১ ২৩:০৫

মায়ামিতে বাড়ি কেনা: কী বার্তা দিচ্ছেন মেসি?

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার কাতালান ক্লাব ছাড়তে চাচ্ছেন গত মৌসুমে এটাই ছিল গরম খবর। শেষ পর্যন্ত মেসি বার্সেলোনা ছাড়তে পারেননি। তবে শঙ্কা থেকেই যাচ্ছে। আর স্পেন বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাড়ি কেনার খবর যখন বেরুল তখন ফের শঙ্কার পালে লাগছে হাওয়া। তবে কি সত্যিই বার্সেলোনা ছাড়ছেন মেসি? যাচ্ছেনই বা কোথায়?

বার্সেলোনাতেই চুক্তি নবায়ন করার বাকি আছে এখনও। পরিস্কার করে বলেননি কিছু। গুঞ্জন চলছে পিএসজি কিংবা ম্যানচেস্টার সিটির কোথাও নাম লিখাবেন তিনি।

বার্সেলোনা–ভক্তরা আশায় আছেন মেসির ক্যারিয়ারের শেষটাও তাঁদের জার্সিতে দেখার, পিএসজি–ভক্তরা আশায় নেইমারের সঙ্গে মেসিরও পিএসজির জার্সিতে আলো ছড়ানোর, সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে মেসির আবার যুগলবন্দীর আশায় আছেন ম্যানচেস্টার সিটির ভক্তরা। সম্ভাবনা একেবারে কম থাকলেও আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের সমর্থকেরাও আশায় বুক বেঁধে রেখচেহ্ন শৈশবের ক্লাবে মেসি ফিরবেন!

তবে তাদের বাইরে আরেকটা পক্ষও এখন আরও আশাবাদী হয়ে ওঠার কথা। গত বছর দুয়েকে ইউরোপে বেশ বড় গুঞ্জন, ক্যারিয়ারের শেষ দিকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনই যাবেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। ক্লাবটার মালিকের নাম ডেভিড বেকহাম!

গুঞ্জনের পালে বড় হাওয়া হয়ে আসছে নতুন খবর, সেখানে প্রায় ৭ দশমিক ৩ মিলিয়ন বা ৭৩ লাখ ডলারে একটা বিশাল বাড়ি কিনেছেন মেসি! বাংলাদেশি মুদ্রায় বাড়িটার দাম? ৬১ কোটি ৬২ লাখ টাকার বেশি!

মেসির এভাবে মায়ামিতে বাড়ি কেনায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ইন্টার মায়ামি সমর্থকদের। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের ইংলিশ কিংবদন্তি বেকহামের মালিকানায় তিন বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটার সঙ্গে এরই মধ্যে রোনালদো-মেসির মতো তারকাদের নাম জড়িয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এমনকি মেসি-রোনালদোকে একসঙ্গে মায়ামিতে খেলাবেন বেকহাম, এমনও শোনা যায়।

মেসির বার্সেলোনায় চুক্তি নবায়ন কিংবা সিটি-পিএসজিতে যাওয়ার গুঞ্জনের মধ্যেও ইন্টার মায়ামি নয়তো যুক্তরাষ্ট্রের এমএলএস জড়িয়ে যাচ্ছে।

এখন দেখার বিষয় কী হয়!

আপনার মন্তব্য

আলোচিত