স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০২১ ১৩:০৫

ড্রয়ে আশা শেষ বার্সেলোনার!

জিতলে একদিনের জন্যে হলেও শীর্ষে ওঠার সুযোগ থাকত বার্সেলোনার, পাশাপাশি আশা থাকত শিরোপার। কিন্তু লেভান্তের মাঠে দুইবার এগিয়ে যাওয়ার পরেও ড্র করে সব সম্ভাবনাকে আড়াল করে রেখেছে লিওনেল মেসিরা। ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে।

প্রথমার্ধে লিওনেল মেসির পর পেদ্রি বার্সেলোনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে গনসালো মেলেরো ও হোসে লুইস মোরালেসের গোলে লেভান্তে সমতায় ফেরার পর উসমান দেম্বেলের গোলে আবারও এগিয়ে যায় শিরোপাপ্রত্যাশীরা। তবে সের্হিও লেওনের গোলে মূল্যবান একটি পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিক দল।

ম্যাচ ড্রয়ে এক পয়েন্ট পেয়ে আপাতত দুইয়ে ফিরেছে বার্সেলোনা। ৩৬ ম্যাচে রোনাল্ড কুমানের দলের পয়েন্ট ৭৬। একটি করে ম্যাচ কম খেলেছে শিরোপা লড়াইয়ের অন্য দুই দল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়েগো সিমেওনের দল। ৭৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিনেদিন জিদানের দল।

লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল বার্সেলোনা। আগের ম্যাচে আতলেতিকোর বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে তারা। শেষ চার রাউন্ডে মাত্র একটি জয়, অন্যটি হার।

আপনার মন্তব্য

আলোচিত