স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২১ ০১:৫৮

ঘটনাবহুল ম্যাচে ইন্টারকে হারাল জুভেন্টাস

তিন পেনাল্টি, দুই লালকার্ড, আত্মঘাতী গোল আর একাধিকবারের ভিআর প্রযুক্তি ব্যবহারের ঘটনাবহুল ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল গতবারের চ্যাম্পিয়নরা।

শনিবার সেরি আর ম্যাচে ৩-২ গোলে জিতেছে জুভেন্টাস। পেনাল্টি মিসের পর দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোমেলু লুকাকু সমতা ফেরানোর পর প্রথমার্ধের যোগ করা সময়ে জালের দেখা পান হুয়ান কুয়াদরাদো। জর্জো কিয়েল্লিনির আত্মঘাতী গোলে আবার সমতা আসে ম্যাচে। সফল স্পট কিকে জুভেন্টাসকে মহামূল্য তিনটি পয়েন্ট এনে দেন কুয়াদরাদো।

আগেই এবারের লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা ইন্টারের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৮। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে আন্দ্রেয়া পিরলোর দল।

ম্যাচের ২৪তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের স্পট কিক ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি সামির হানদানোভিচ। ফিরতি বল জালে ঠেলে দেন রোনালদো। চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার এটি ২৯তম গোল। কর্নারে কিয়েল্লিনিকে ইন্টারের মাত্তেও দারমিয়ান ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।

৩৫তম মিনিটে সফল স্পট কিকে সমতা আনেন লুকাকু। লাউতারো মার্তিনেসকে মাটাইস ডি লিখট ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। এককভাবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দুই নম্বরে উঠে এলেন লুকাকু। বেলজিয়ান স্ট্রাইকারের গোল হলো ২৩টি।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় জুভেন্টাস। কুয়াদরাদোর বুলেট গতির শট ক্রিস্টিয়ান এরিকসনের পায়ে লেগে একটু দিক পাল্টে জড়ায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

৫৫তম মিনিটে ১০ জনে পরিণত হয় জুভেন্টাস। লুকাকুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রিগো বেন্তানকুর।

৮৪তম মিনিটে নিকোলো বারেল্লার ক্রস কিয়েল্লিনির গায়ে লেগে দিক পাল্টে জড়ায় জুভেন্টাসের জালে। আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা।

৮৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন হুয়ান কুয়াদরাদো। ইভান পেরিসিচ তাকেই ফাউল করায় ম্যাচে নিজেদের দ্বিতীয় পেনাল্টিটি পায় জুভেন্টাস।

যোগ করা সময়ে প্রতি-আক্রমণ ঠেকাতে একটি বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইন্টারের মার্সেলো ব্রজোভিচ।

দিনের অন্য ম্যাচে জেনোয়াকে ৪-৩ গোলে হারানো আতালান্তা ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ইন্টারের সঙ্গে ইতালির দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে তারা। জুভেন্টাসের সমান ৭৫ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এসি মিলান আছে তিনে। তাদের সমান ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে নাপোলি। এই তিন দলের যে কোনো দুটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে।

আপনার মন্তব্য

আলোচিত