স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২১ ০২:১৪

কাপ জিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি হামজা চৌধুরীর

হামজা চৌধুরী, মা বাংলাদেশি; মায়ের বাড়ি হবিগঞ্জ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছে লেস্টার।

প্রথমবার কোনো এফএ কাপ শিরোপা জিতে ব্যতিক্রমী এক উদযাপন করলেন হামজা। শিরোপাজয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে তুলে ধরলেন ফিলিস্তিনি পতাকা, প্রতিবাদ জানালেন দেশটিতে চলমান ইজরায়েলি হামলার বিরুদ্ধে।

লেস্টার ম্যাচ জিতেছে য়ুরি তিয়েলমান্সের গোলে। রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উৎসবে মাতোয়ারা হয় ওয়েম্বলিতে হাজির হাজার দশেকের মতো লেস্টার সমর্থক।

এরপরই হামজা-ফোফানার সেই মুহূর্ত। লেস্টারের হামজা-ফোফানা অনন্য নজির গড়ে সেখানে তুলে ধরেন ইজরায়েলী হামলার শিকার ফিলিস্তিনের পতাকা।

এরআগে ফিলিস্তিনে চলমান ইজরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ও আর্সেনাল খেলোয়াড় মোহামেদ এলনিনি।

আপনার মন্তব্য

আলোচিত