স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২১ ০৯:২১

৩ ওয়ানডে খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ রোববার (১৬ মে) ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে ওঠেছেন তারা। এখানে থাকতে হবে তিনদিন রুম কোয়ারেন্টিনে। এই সময়ে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে আগামী ১৯ মে থেকে অনুশীলন শুরু।

২৩ মে থেকে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিবারাত্রির।

১৯ ও ২০ মে একাডেমি মাঠে অনুশীলন। ২১ মে একদিনের প্রস্তুতি ম্যাচ। সফর শেষে ২৯ মে ২০২১ বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা।

শ্রীলঙ্কা দল-
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

আপনার মন্তব্য

আলোচিত