স্পোর্টস ডেস্ক

২০ মে, ২০২১ ১২:৫৯

মোনাকোকে হারিয়ে ফরাসি কাপ পিএসজির

মোনাকোকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জিতেছে পিএসজি। নেইমারবিহীন পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। নিজে এক গোল করার পাশাপাশি মাউরো ইকার্দিকে দিয়ে করিয়েছেন আরেক গোল। ফরাসি কাপে পিএসজির এটি টানা দ্বিতীয় ও মোট চতুর্দশ শিরোপা।

বুধবার রাতে প্যারিসে ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

মোনাকো সর্বশেষ এই কাপের শিরোপা জিতেছিল ১৯৯১ সালে। শেষবার ফাইনালে খেলেছিল ২০১০ সালে। সেবারও পিএসজির বিপক্ষেই হেরেছিল তারা।

১৯তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এমবাপের কাছ থেকে পাওয়া বল জালে পাঠান ইকার্দি।
চলসি মৌসুমে লিগ ওয়ানে পিএসজিকে দুবার হারানো মোনাকো সেভাবে ভাবাতে পারেনি কেইলর নাভাসকে। লক্ষ্যে নেওয়া তাদের প্রতিটি শটই ছিল গোলরক্ষক বরাবর।

৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। আনহেল দি মারিয়ার ডিফেন্স চেরা পাস পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত