সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০২১ ১৮:২০

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরসূচি চূড়ান্ত

আগামী মাসে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। এক মাসের এই সফরে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও টেস্টের সংখ্যা একটি কমিয়ে আনা হয়েছে।

৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট। এই ম্যাচ দিয়েই শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে শুরু হবে দলীয় অনুশীলন। টেস্ট শেষে দুই দল পাড়ি জমাবে হারারেতে। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এর আগে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।

একনজরে জিম্বাবুয়ে সফরের প্রস্তাবিত সূচি

একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই

১ম ওয়ানডে – ১৬ জুলাই

২য় ওয়ানডে – ১৮ জুলাই

৩য় ওয়ানডে – ২০ জুলাই

১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই

২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই

৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই

আপনার মন্তব্য

আলোচিত