স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২১ ০৪:০৬

স্লোভাকিয়ার কাছে হেরে গেছে পোল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপ

বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি আর পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি এ যেন দুই রূপ! ক্লাবের হয়ে যতটা উজ্জল, জাতীয় দলের জার্সিতে তারচেয়ে বেশি বিবর্ণ। এর আরও এক সাক্ষী হলো ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়ার বিপক্ষে রবার্ট লেভানডফস্কির দল পোল্যান্ডও ২-১ গোলে হেরে গেছে মারেক হামসিক, মিলান স্ক্রিনিয়ারের স্লোভাকিয়ার কাছে।

ম্যাচের ১৮ মিনিটে স্লোভাকিয়া এগিয়ে যায় ম্যাচে। গোলটা পোল্যান্ডের গোলকিপার ভইচেক শেজনির আত্মঘাতী। বাঁ দিক থেকে দৌড়ে দুই পোলিশ ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকেছিলেন ম্যাক, এরপর তার শট পোল্যান্ডের পোস্টের নিচের দিকে লাগে। শট ঠেকাতে ঝাঁপিয়ে পড়েছিলেন শেজনি। এদিকে বল পোস্টে লেগে মাটিতে পড়ে থাকা শেজনির পিঠে লেগে উল্টো ঢুকে যায় জালে। ইউরোর ইতিহাসে কোন গোলরক্ষকের এটাই প্রথম আত্মঘাতী গোল!

পোল্যান্ড দ্বিতীয়ার্ধে মাঠে নামার ৪৬ সেকেন্ডেই সমতায় ফেরে। দারুণ দলীয় আক্রমণের পোল্যান্ডকে সমতায় ফেরান মিডফিল্ডার ক্যারল লিনেত্তি।

৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে এবারের ইউরোর প্রথম লাল কার্ড দেখলেন পোল্যান্ডের ক্রিকোভিয়াক।

কর্নার থেকে পোল্যান্ড বক্সে বল আসে স্লোভাক ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারের কাছে। দারুণ প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে আনেন স্লোভাক ডিফেন্ডার। এরপর ডানপায়ের ভলিতে বল জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত সেই গোলই হয়ে থেকেছে ব্যবধানসূচক।

আপনার মন্তব্য

আলোচিত