স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০২১ ০০:১৩

রাশিয়ার কাছে ফিনল্যান্ডের হার

ইউরো চ্যাম্পিয়নশিপ

প্রথম ম্যাচে ডেনমার্ককে হারিয়ে স্বপ্নের মত টুর্নামেন্ট শুরু করা ফিনল্যান্ড দ্বিতীয় ম্যাচে আর পারল না। রাশিয়ার কাছে হেরে গেছে তারা।

রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। জয়সূচক গোলটি করেছেন আলেকসি মিরানচুক।

ডেনমার্কের বিপক্ষে ফিনল্যান্ডের ওই ম্যাচ ছিল ঘটনাবহুল। খেলা চলাকালে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসনের হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। রাশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ‘সুস্থ হয়ে ওঠো ক্রিস্তিয়ান’ লেখা বিশেষ টি-শার্ট পরে ওয়ার্ম-আপ করে ফিনল্যান্ড।

নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া রাশিয়া এই ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ দলীয় প্রচেষ্টায় এগিয়ে যায়। সতীর্থের সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সে ঢুকে বাম পায়ে ঠাণ্ডা মাথার উঁচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিরানচুক।

আগামী সোমবার রাশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক। একই সময়ে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফিনল্যান্ড।

একটি করে জয়ে গ্রুপের তিন দলের পয়েন্ট সমান ৩ করে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বেলজিয়াম, দুইয়ে রাশিয়া, তিনে ফিনল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত