স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২১ ০০:৪৩

ডি ব্রুইনার নৈপুণ্যে বেলজিয়ামের জয়

ইউরো চ্যাম্পিয়নশিপ

ম্যাচের বয়স তখন মাত্র ২ মিনিট, তখনই বেলজিয়ামের জাল কাঁপিয়ে বসে ডেনমার্ক। পুরো ম্যাচেও এর ছাপ ছিল, আক্রমণে-রক্ষণে সবখানে দক্ষতা দেখিয়েছে ডেনিশরা; কিন্তু শেষ রক্ষা হয়নি। কেভিন ডি ব্রুইনার নৈপুণ্যে ম্যাচ জিতেছে বেলজিয়াম।

ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে এবারের ইউরোর অন্যতম ফেবারিট বেলজিয়াম। বেলজিয়ামের হয়ে গোল করেছেন থরগান হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনা। ডেনমার্কের স্ট্রাইকার ইউসুফ পোলসেন এর আগে দলকে এগিয়ে নিয়েছিলেন।

প্রথম থেকেই বেলজিয়ামকে চেপে ধরে ডেনমার্ক। ম্যাচের দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে টটেনহামের মিডফিল্ডার পিয়েরে এমিল হইবিয়ার পাস থেকে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন লাইপজিগের স্ট্রাইকার পোলসেন।

আগের ম্যাচে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া এরিকসনের জন্যে দশ মিনিটে অভাবনীয় এক ঘটনার সাক্ষী হয় ইউরো। ডেনমার্কের অসুস্থ মিডফিল্ডার, দশ নম্বর জার্সিধারী ক্রিস্টিয়ান এরিকসনকে সম্মান জানাতে ঠিক দশ মিনিটে মাঠের সবাই দাঁড়িয়ে করতালি দিতে থাকেন।

এক গোলে পিছিয়ে থাকা বেলজিয়ামের দ্রিস মের্তেন্সের জায়গায় মাঠে নামেন কেভিন ডি ব্রুইনা। আর এরেই খেলার ধারা পালটে যায়। ৫৪ মিনিটে ডি ব্রুইনার অ্যাসিস্টে থরগান হ্যাজার্ড সমতায় ফেরান বেলজিয়ামকে।

বদলি নামা এদেন হ্যাজার্ডের পাস থেকেই ৭০ মিনিয়ে বাঁ পায়ের জোরালো শটে বক্সের বাইরে থেকে গোল করেন ডি ব্রুইনা।

আপনার মন্তব্য

আলোচিত