স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২১ ০৩:৫৬

স্লোভাকিয়াকে হারিয়ে টিকে রইল সুইডেন

ইউরো চ্যাম্পিয়নশিপ

স্লোভাকিয়ার সামনে ছিল নকআউট পর্বে যাওয়ার সুযোগ, আর সুইডেনের ছিল টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। জমজমাট লড়াইয়ে স্লোভাকিয়া পারেনি, পেরেছে সুইডেন। আগের ম্যাচে কোণঠাসা অবস্থায় থেকেও স্পেনের বিপক্ষে ড্র করা সুইডেন স্লোভাকিয়াকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছে। নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়েছিল স্লোভাকিয়া।

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডিশরা। এমিল ফর্সবার্গের পেনাল্টি থেকে আসে ম্যাচের একমাত্র গোল।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি পায় সুইডেন। ডি-বক্সে সুইডিশ ফরোয়ার্ড রবিন কোয়াইসনকে দুবব্রাউকাই ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফর্সবার্গের ডান পায়ের জোরালো শটে লাইনে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সুইডেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। এক ম্যাচ থেকে স্পেনের পয়েন্ট ১, পোল্যান্ডের ০।

আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবে সুইডেন; একই দিন স্লোভাকিয়ার প্রতিপক্ষ স্পেন।

আপনার মন্তব্য

আলোচিত