স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২১ ০৪:০৪

ড্রয়ে ক্রোয়েশিয়ার রক্ষা, চেকের বাড়ল অপেক্ষা

ইউরো চ্যাম্পিয়নশিপ

ইউরো চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিকের বিপক্ষে ড্র করেছে ক্রোয়েশিয়া। শুক্রবার গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পাত্রিক শিকের গোলে চেক রিপাবলিক এগিয়ে নিলেও সমতা টানেন ইভান পেরিসিচ।

জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হতো চেক রিপাবলিকের, আর টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ছিল ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল চেক আর ক্রোয়েশিয়া হেরেছিল ইংল্যান্ডের কাছে।

৩৭তম মিনিটে শিকের পেনাল্টিতে এগিয়ে যায় চেক রিপাবলিক। কর্নারে হেডের সময় এই ফরোয়ার্ডকে ক্রোয়াট ডিফেন্ডার দেয়ান লভরেন কনুই দিয়ে আঘাত করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এই গোলের মাধ্যমে পাত্রিক শিক তিন গোল নিয়ে উঠে গেলেন আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে।

৪৭তম মিনিটে দারুণ গোলে দলকে ম্যাচে ফেরান পেরিসিচ। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে পড়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার। টানা চার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টেই (২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ এবং ২০১৬ ও ২০২০ ইউরো) জালের দেখা পেলেন পেরিসিচ। ক্রোয়েশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত