স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২১ ০৭:৫৪

ইউক্রেনকে হারিয়ে নকআউট পর্বে অস্ট্রিয়া

ইউক্রেনকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় উঠেছে অস্ট্রিয়া।

সোমবার রোমানিয়ার বুখারেস্টে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে অস্ট্রিয়া। জয়সূচক একমাত্র গোলটি করেন ক্রিস্টোফ বমগার্টনার। ম্যাচ হারলেও এখনও ইউক্রেনের একমাত্র আশা এখন ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার।

প্রথমবারের মতো প্রতিযোগিতাটির গ্রুপ পর্ব পার হওয়া অস্ট্রিয়া শেষ ষোলোয় ইতালির মুখোমুখি হবে। ১৯৫৪ বিশ্বকাপের পর এই প্রথম কোনো মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে খেলবে তারা। ওই আসরে তৃতীয় হয়েছিল দলটি।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা অস্ট্রিয়া ২১তম মিনিটে এগিয়ে যায়। গত মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ডিফেন্ডার ডাভিড আলাবার কর্নারে ছয় গজ বক্সের মুখে পা বাড়িয়ে বল জালে পাঠান বমগার্টনার।

তিন ম্যাচে শতভাগ জয়ে নেদারল্যান্ডসের ৯ পয়েন্ট। দুই জয়ে অস্ট্রিয়ার ৬ ও একটি জয়ে ইউক্রেনের পয়েন্ট ৩। প্রথমবার মহাদেশীয় প্রতিযোগিতাটিতে খেলতে এসে খালি হাতে ফিরল নর্থ মেসিডোনিয়া।

আপনার মন্তব্য

আলোচিত