স্পোর্টস ডেস্ক

২৯ জুন, ২০২১ ১২:৪৮

কোপার কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিদ্বন্দ্বী

কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের শেষ দুই ম্যাচ ছিল মঙ্গলবার। নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে পরের রাউন্ডে যাচ্ছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।

বলিভিয়াকে ৪-১ গোলে হারানো আর্জেন্টিনা এ-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে যাচ্ছে। আর প্যারাগুয়েকে একমাত্র গোলে হারানো উরুগুয়ে হয়েছে গ্রুপ রানার্স আপ।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বি-গ্রুপের চার নম্বর দল ইকুয়েডর। আর উরুগুয়ে মোকাবিলা করবে বি-গ্রুপের তিন নম্বর দল কলম্বিয়াকে।

দুটি ম্যাচই হবে রোববার। ভোর ৪টায় নামবে উরুগুয়ে আর সকাল ৭টায় নামবে মেসির আর্জেন্টিনা।

তবে গ্রুপ-বির চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ আটের লড়াইয়ে নামছে আরও আগে। এ-গ্রুপের চার নম্বর দল চিলির বিপক্ষে শেষ আটে খেলবেন নেইমার জেসুসরা।

ব্রাজিলের পরই বি-গ্রুপে আছে পেরু। তারা খেলবে এ-গ্রুপের তিন নম্বর দল প্যারাগুয়ের বিপক্ষে।

শনিবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে ব্রাজিল। সকাল ৬টায় তারা খেলবে চিলির বিপক্ষে। ভোর ৩টায় পেরু খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

৬ জুলাই হবে প্রথম সেমিফাইনাল। যেখানে খেলবে আর্জেন্টিনা-ইকুয়েডর ও উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের বিজয়ী দল।

পরের দিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি ও পেরু-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দল।

মারাকানায় ১০ জুলাই হবে ফাইনাল। তার আগের দিন ব্রাসিলিয়ায় হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত