স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২১ ১৩:৪৩

ইউরোর সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ?

শেষের দোরগোড়ায় ইউরো চ্যাম্পিয়নশিপ। এর মধ্যেই গ্রুপ পর্ব, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের পর নিশ্চিত হয়ে গেছে চার সেমি ফাইনালিস্ট।

এবারের আসরের চার সেমিফাইনালিস্ট হলো ডেনমার্ক, ইংল্যান্ড ও ইতালি স্পেন। ফাইনালে যাওয়ার মহারণ শুরু হবে ৬ জুলাই, শেষ হবে ৭ জুলাই। দুটি খেলাই হবে লন্ডনের ওয়েম্বলিতে।

ইতালি বিশ্ব ফুটবলের ১ নম্বর দল বেলিজয়ামকে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। অন্যদিকে ডেনমার্ক জিতে চেক রিপাবলিকের বিপক্ষে।

স্পেন জিতেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। টাইব্রেকারে সুইসদের বিদায় করে স্প্যানিশরা শেষ চারের টিকিট কাটে। আর ইংল্যান্ড শেষ ষোলোতে জার্মানদের বধ করার পর ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

এক নজরে ইউরোর সেমিতে প্রতিপক্ষ-সূচি:

প্রথম সেমিফাইনাল: ইতালি-স্পেন (৬ জুলাই, রাত ১টা)

দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড-ডেনমার্ক (৭ জুলাই, রাত ১টা)

আপনার মন্তব্য

আলোচিত