স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই, ২০২১ ১০:১৩

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু বাড়তি ৩০ মিনিটেও কেউ স্কোর দ্বিগুন করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে যায় স্পেন।

এদিন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণে যায় ইতালি। মাত্র ৪ মিনিটের মাথায় এমারসনের থ্রু বল ধরে নিকোলো বারেল্লার শট গোলপোস্টে আঘাত করে। ১৩ মিনিটে দারুণ সুযোগ পায় স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। এভাবে একের পর এক আক্রমণে প্রথমার্ধ গোল শূন্য ড্রতে শেষ হয়। তবে বলের দখল অধিকাংশ সময়ই স্প্যানিশদের নিয়ন্ত্রণে ছিল।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় দারুণ সুযোগ পায় স্পেন। কিন্তু অধিনায়ক বুশকেটসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটে গিয়ে চমৎকার এক কাউন্টার অ্যাটাকে গোল করে ইতালি। শট সেভ করেই বল মাঝমাঠে পাঠান গোলরক্ষক দোনারুমা। সেখানে ইম্মোবিলের পাস থেকে বল নিয়ে চিয়েসা বাঁকানো শটে স্কোর করেন।

৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে স্পেন। কোকের ভাসানো ক্রস দূরের পোস্টে পৌঁছালেও ওয়ারজাবাল সময়মতো পায়ে বল ছোঁয়াতে পারেননি। ৮০ মিনিটে গিয়ে মোরাতার গোলে সময়তায় ফেরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে লুইস এনরিকের দল। ইতালির রক্ষণে তারা চাপ বাড়ায়। তবে গোলের অবশ্য দেখা পায়নি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেদ্রির ফ্রি-কিক দোন্নারুমা ঝাঁপিয়ে ফিরিয়ে দেওয়ার পর মার্কোস লরেন্তের শট প্রতিহত করেন বোনুচ্চি। দ্বিতীয়ার্ধে বেরার্দি সিমোনকে ফাঁকি দিলেও অফসাইডের কারণে গোল টেকেনি।

সবশেষে টাইব্রেকারে জিতে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে ইতালি। ১৯৬৮ সালের পর দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে তারা। আগামী ১২ জুলাই একই ভেন্যুতে ফাইনালে ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের মুখোমুখি হবে তারা।

আপনার মন্তব্য

আলোচিত