সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০২১ ১৪:১০

পিএসজিতেই যাচ্ছেন মেসি

মেসি বা পিএসজি- কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; তবে ফুটবলবিশ্বের অন্য কোথাও এমন কোনো তৎপরতাও নেই যে, ঘোষণা না আসায় অনিশ্চয়তা আছে। যার অর্থ- লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে প্যারিসই।

সব ঠিক থাকলে মঙ্গলবারই মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে প্যারিস সেন্ট জার্মেই। তার আগে আজ মেসির কাছ থেকেই পাওয়া যেতে পারে চূড়ান্ত সংকেত। বার্সেলোনা ছেড়ে যাওয়া নিয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় নু ক্যাম্পে সংবাদ সম্মেলনে কথা বলবেন মেসি।

ফরাসি দৈনিক এল ইকুইফ জানিয়েছে, মেসিকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। এর মধ্যে তৃতীয় বছর ঐচ্ছিক, যে কেউ সরে যেতে পারবে। বাৎসরিকভাবে বেতন দেওয়া হবে ৪০ মিলিয়ন ইউরো করে, যা নেইমারের (৩৫ মিলিয়ন) চেয়ে বেশি। এ ছাড়া সাইনিং মানি, বোনাস ও অন্যান্য ফি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

ফরাসি সংবাদমাধ্যমের মতে, চুক্তির সব বিষয় চূড়ান্ত করতে রোববারই মেসির প্রতিনিধির সঙ্গে কথা বলবে পিএসজি। পিএসজির মালিকের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি অবশ্য গতকালই এক টুইটে বলেছেন যে, 'আনুষ্ঠানিকভাবে দরকষাকষি শেষ। শিগগিরই ঘোষণা আসবে।'

যোগাযোগ করলে পিএসজির জনসংযোগ বিভাগ অবশ্য এমন কোনো অগ্রগতির কথা অস্বীকার করে। তবে মেসিকে দলভুক্ত করার প্রক্রিয়া যে অনেক দূর গড়িয়েছে, সেটি পিএসজি-সূত্র এপিকেও নিশ্চিত করেছে।

আপনার মন্তব্য

আলোচিত