সিলেটটুডে ডেস্ক

১২ আগস্ট, ২০২১ ১০:৫১

ভিয়ারিয়ালকে হারিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। বুধবার দিবাগত রাতে নিরপেক্ষ ভেন্যু নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের উইন্ডসর স্টেডিয়ামে টাইব্রেকারে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ৬-৫ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তারা।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকে অক্ষুন্ন। তাতে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।

চেলসির এমন জয়ের নায়ক ছিলেন বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তিনি ভিয়ারিয়ালের দুটি শট ফিরিয়ে দেন।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় চেলসি। এ সময় হাকিম জিয়েচির গোলে লিড নেয় ব্লুজরা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুখোলের শিষ্যরা।

বিরতির পর ৭৩ মিনিটে সমতা ফেরায় ভিয়ারিয়াল। এ সময় জেরার্ড মরেনো গোল করেন। বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে তাকে গোলে সহায়তা করেন বৌলায়ে দিয়া। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর টানা চতুর্থ বছরের মতো সুপার কাপ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা ভাঙে না। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকার নামক সেই ভাগ্য পরীক্ষায় কেপার বীরত্বে জিতে যায় চেলসি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। আর ভিয়ারিয়াল স্প্যানিশ লা লিগায় লড়বে গ্রানাডার বিপক্ষে।

উল্লেখ্য, প্রতি বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপ।

আপনার মন্তব্য

আলোচিত