স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট, ২০২১ ২৩:৫৬

ফের বায়ার্নের মুখোমুখি বার্সা, কঠিন গ্রুপে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগ ২০২১-২২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে ইস্তাবুলে হওয়া ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে লিভারপুল। লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ এবং এসি মিলান ও পোর্তোর সঙ্গে ‘বি’ গ্রুপে আছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের গ্রুপে পড়েছে ইন্টার মিলান, শাখতার দোনেৎস্ক ও শেরিফ।

বার্সেলোনার গ্রুপে পড়েছে বায়ার্ন মিউনিখ। গতবারের সেমি-ফাইনালের দুই প্রতিপক্ষ পিএসজি ও ম্যানচেস্টার সিটি এবার পড়েছে একই গ্রুপে।

এ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

বি গ্রুপ: আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

সি গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

ডি গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ ত্রিরাসপুল

ই গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ

এফ গ্রু: ভিয়ারিয়াল,ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ

জি গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক

এইচ গ্রুপ: চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো।

আপনার মন্তব্য

আলোচিত