স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০৩:২০

বার্সেলোনার এবার ৩ গোলে হার

চ্যাম্পিয়ন্স লিগ

১১ মাস আগে একই প্রতিপক্ষের বিপক্ষে ৮-২ গোলে হারের দুঃসহ ক্ষত নিয়ে বয়ে বেড়ানো বার্সেলোনার ক্ষত শুকালো না, আরও একবার ধরাশায়ী হলো তারা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে। এবার অবশ্য ব্যবধানটা আগের মত হয়নি। বায়ার্ন জিতেছে এবার ৩ গোলের ব্যবধানে।

মঙ্গলবার রাতে কাম্প নউয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে ফের জিতেছে বায়ার্ন মিউনিখ। জার্মান দলটির পক্ষে জোড়া গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি, অপর গোলটি করেছেন টমাস মুলার।

ম্যাচের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ক্ষত মনে করিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল বায়ার্নের। বার্সেলোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন প্রতিক্রিয়া না জানালেও দলটি কোচ রোনাল্ড কোম্যান ও সের্হিও বুসকেতস বলছিলেন, এটা প্রতিশোধের মঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনাকে চেপে ধরা বায়ার্ন প্রথম গোলের দেখা পায় ৩৩তম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে টমাস মুলারের শট এরিক গার্সিয়ার গায়ে লেগে অনেকখানি দিক পাল্টে বল জালে জড়ায়।

৫৬তম মিনিটেই ফের এগিয়ে যায় বায়ার্ন। মুসিয়ালার শট পোস্টে লেগে ফেরার পর ছয় গজ বক্সের মুখে থাকা লেভানদোভস্কি সহজেই বল জালে পাঠান। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ৭৪টি।

৮৫তম মিনিটে একইভাবে ব্যবধান আরও বাড়ান লেভানদোভস্কি। সের্গে জিনাব্রির শট পোস্টে লেগে ফেরার পর বল ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে বল জড়ায় জালে। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জালের দেখা পেলেন লেভানদো্ভস্কি। ৬ ম্যাচে তার গোল হলো ১০টি।

আপনার মন্তব্য

আলোচিত