স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২১ ১২:০৭

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় কোন লিগের কত খেলোয়াড়

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ২০২১ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

এতে অনুমিতভাবেই স্থান পেয়েছেন এই সময়ের তিন সেরা ফুটবলার- ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার। পাশাপাশি স্থান পেয়েছেন জর্জিনহো, করিম বেনজেমা, রবের্ত লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপেসহ গত বছর ইউরোপের বিভিন্ন লিগের মাঠ আলো করে খেলা অন্যরা।

ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ফুটবলার স্থান পেয়েছেন এই তালিকায়। এছাড়াও স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সেরি আ, ফ্রান্সের লি ওয়ানের ফুটবলাররা স্থান পেয়েছেন।

সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসির খেলোয়াড়। দলটির সর্বোচ্চ ৫ জন করে ফুটবলার স্থান পেয়েছেন এই তালিকায়। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্প্যার ও লিভারপুলের একজন করে তালিকায় স্থান পেয়েছেন। প্রিমিয়ার লিগের ৫টি ক্লাবের মোট ১৪ জন ফুটবলার আছেন এই তালিকায়।

এরপর স্প্যানিশ লা লিগার মোট ৫ জন ফুটবলারের স্থান হয়েছে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। এরমধ্যে সর্বোচ্চ দুইজন আছেন রিয়াল মাদ্রিদের; এছাড়া আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও ভিয়ারিয়ালের একজন করে স্থান পেয়েছেন এই তালিকায়।

ইতালিয়ান সেরি আর ক্লাব ইন্টার মিলান, জুভেন্টাস ও এসি মিলানের ৫ জনের স্থান হয়েছে তালিকায়।

উয়েফার র‍্যাঙ্কিংয়ের ইউরোপের পাঁচ নম্বর লিগ ফ্রান্সের লিগ ওয়ানের কেবল পিএসজি থেকে স্থান হয়েছে চারজন ফুটবলারের।

জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের একজন করে মোট দুইজনের স্থান হয়েছে ব্যালন ডি’অরের প্রাথমিক ও সংক্ষিপ্ত তালিকায়।

ইংলিশ প্রিমিয়ার লিগ (১৪)
ম্যানচেস্টার সিটি: রিয়াদ মাহরেজ (আলজেরিয়া), রাহিম স্টার্লিং (ইংল্যান্ড), কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম), রুবেন দিয়াস (পর্তুগাল), ফিল ফোডেন (ইংল্যান্ড)

চেলসি: এনগোলো কঁতে (ফ্রান্স), ম্যাসন মাউন্ট (ইংল্যান্ড), জর্জিনিয়ো (ইতালি), সেসার আসপিলিকুয়েতা (স্পেন), রোমেলু লুকাকু (বেলজিয়াম)

ম্যানচেস্টার ইউনাইটেড: ব্রুনো ফের্নান্দেস (পর্তুগাল), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

টটেনহ্যাম হটস্পার: হ্যারি কেইন (ইংল্যান্ড)

লিভারপুল: মোহামেদ সালাহ (মিশর)

লা লিগা (৫)
রিয়াল মাদ্রিদ: করিম বেনজেমা (ফ্রান্স), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

বার্সেলোনা: পেদ্রি (স্পেন)

ভিয়ারিয়াল: জেরার্দ মোরেনো (স্পেন)

আতলেতিকো মাদ্রিদ: লুইস সুয়ারেস (উরুগুয়ে)

সেরি আ (৫)
ইন্টার মিলান: নিকোলো বারেল্লা (ইতালি), লাউতারো মার্তিনেস (আর্জেন্টিনা)

জুভেন্টাস: লিওনার্দো বোনুচ্চি (ইতালি), জর্জো কিয়েল্লিনি (ইতালি)

এসি মিলান: সিমোন কেয়া (ডেনমার্ক)

লিগ ওয়ান (৪)
পিএসজি: জানলুইজি দোন্নারুম্মা (ইতালি), লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

জার্মান বুন্দেসলিগা (২)
বরুশিয়া ডর্টমুন্ড: আর্লিং হলান্ড (নরওয়ে)

বায়ার্ন মিউনিখ: রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড)

আপনার মন্তব্য

আলোচিত