সিলেটটুডে ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২ ১৮:৪৯

বিসিএলের শিরোপা মোসাদ্দেক-সৌম্যের সেন্ট্রাল জোনের

বাংলাদেশের ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে ইস্ট জোনকে ৬ উইকেটে হারিয়ে ডাবল শিরোপা জয় করল সেন্ট্রাল জোন। ফার্স্ট ক্লাস ফরম্যাটের লিগে সাউথ জোনকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।

ফাইনালে ইস্ট জোনের করা ১৬৩ রানের জবাবে ৬ উইকেট ও ৪৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোসাদ্দেক হোসেন সৈকতের সেন্ট্রাল জোন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে ইস্ট জোন। পিনাক ঘোষের ৩৫, নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও এনামুল হক বিজয় ২০ রানের ইনিংসে ভর করে ১৬৩ রানের পুঁজি পায় দলটি।

সেন্ট্রাল জোনের হয়ে দুইটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে আল আমিনের ৫৩ ও মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে সেন্ট্রাল জোন।

এই জয়ে বিসিএলের এবারের আসরে দুই ফরম্যাটের শিরোপা ঘরে তুলল দলটি।

আপনার মন্তব্য

আলোচিত