
০৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:২২
নিজেদের অর্থায়নে আনঅফিসিয়াল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ । গুরুত্বপূর্ন খেলোয়াড়দের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ।
দলের পক্ষে নাসির সর্বোচ্চ ৫২ রান ও সাব্বির ৩০ রান করলেও মুশফিক , সাকিবরা দুই অঙ্কে পৌছাবার আগেই আউট হন । বলে নির্ধারিত ৫০ ওভার শেষ হবার ৭ ওভার আগেই শেষ হয়ে যায় টাইগার ইনিংস ।
জবাবে হেসে খেলেই জয় তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ । টার্নানের অর্ধশতকে ৬ উইকেটে জিতেছে তারা ।
এই ম্যাচ খেলতে নামা অসি কাপ্তান মাইকেল ক্লার্ক ৩৪ রান করেছেন ।
বাংলাদেশের পরবর্তী অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ সিডনিতে । ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে নামবে মাশরাফির দল ।
আপনার মন্তব্য