
০৬ ফেব্রুয়ারি , ২০১৫ ১৯:০৭
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ ।
থাইল্যান্ডকে একমাত্র গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল স্বাগতিকরা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের একমাত্র গোলটি করেন নাসিরউদ্দিন চৌধূরী।
৩৯তম মিনিটের গোলটিই শেষ পর্যন্ত স্বাগতিকদের জয় এনে দেয়। ম্যাচের শুরু থেকেই দারুণ পাসিং ফুটবল খেলে একের পর এক আক্রমন করতে থাকে জাহিদ-মামুন-হেমন্ত-জামালরা । বিশেষ করে লেইফ উইং দিয়ে জাহিদ হোসেন ছিলেন দুর্দান্ত ।
মাঝমাঠে হেমন্ত, মামুন আর এমিলি ওয়ান টু ওয়ান খেলে বারবার হানা দিচ্ছিলেন থাই ডিফেন্সে সেই থাকে উত্তাল হয়ে উঠছিলো প্রায় ২৭ হাজার দর্শকপূর্ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ।
এরকইমই একটি সংঘবদ্ধ আক্রমন থেকে কর্নার লাভ করলে ৩৯ মিনিটে জামাল ভূঁইয়ার নেয়া সে কিক থেকে লাফিয়ে উঠে ডান পা দিয়ে থাইল্যান্ডের জালে বল ঢুকিয়ে সারাবাংলাদেশকে আনন্দ ভাসান নাসির ।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্যালারী থাকা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত , বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিনের লাফিয়ে উঠে উচ্ছাস প্রকাশ করার মধ্য দিয়ে প্রমান হয় অস্থির এই সময়ে কত আরাধ্য ছিল এই জয় ।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।
আপনার মন্তব্য