স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১৫:৩৭

বল হাতে ফিরছেন সোহাগ গাজী

সোহাগের অ্যাকশন বৈধতা পেয়েছে বলে জানালেন আর এর মাধ্যমে সোহাগের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাপারে আর কোন বাঁধা রইল না।

বাংলাদেশের ক্রিকেটভক্তদের প্রতীক্ষার অবসান হল অবশেষে! সবাই চিন্তায় ছিলেন যে গেইলের আতঙ্ক নামে পরিচিত সোহাগ গাজীর বোলিং অ্যাকশন বৈধতা পাবে কিনা। অবশেষে কিছুক্ষণ আগে মুশফিকুর রহিম তার অফিশিয়াল ফেসবুকে সোহাগের অ্যাকশন বৈধতা পেয়েছে বলে জানালেন আর এর মাধ্যমে সোহাগের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাপারে আর কোন বাঁধা রইল না।

সোহাগের বোলিং অ্যাকশন বৈধতা পাওয়ায় আমরা অচিরেই দেখব সোহাগকে বল হাতে। সোহাগের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়াতেই মূলত তাকে বিবেচনা করা হয়নি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। আর তা না হলে হয়তো আমরা আসন্ন বিশ্বকাপেই দেখতাম সহাগকে, যে সোহাগ গাজী বিচলিত করতে পারেন গেইলের মতো হার্ডহিটার কে।

আপনার মন্তব্য

আলোচিত