স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৫ ১০:০৪

বার্সার খেলোয়াড়রা ‘অনন্য’


রিভার প্লেটকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পর বার্সেলোনা কোচ লুইস এনরিকে তার ‘অনন্য’ শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন।

জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে রোববার ৩-০ গোলে জেতে বার্সেলোনা। দলকে জেতাতে জোড়া গোল করেন লুইস সুয়ারেস, বাকি গোলটি করেন লিওনেল মেসি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “পঞ্চম শিরোপা নিয়ে বছর শেষ করা-এটা ছিল আমাদের পরিষ্কার লক্ষ্য।”

প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপে তিনটি শিরোপা জয়ের ইতিহাস গড়া বার্সেলোনা এ বছর স্পেনের লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপের পর ক্লাব বিশ্বকাপ জিতল।

ক্লাব বিশ্বকাপ জয়ের পুরো কৃতিত্ব শিষ্যদের দেন এনরিকে। 

“এই খেলোয়াড়রা অনন্য। মানুষের পক্ষে সর্বোচ্চ পর্যায়ের প্রতিভাবান তারা।”

“গুরুত্বপূর্ণ হচ্ছে যেভাবে তারা শিরোপা জেতে; শিরোপার সংখ্যাটা বড় নয়।”

এনরিকের কণ্ঠে সুর মেলান বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউও।

“এই দলের জেতায় ক্লান্তি নেই। এই খেলোয়াড়দের নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।”

আপনার মন্তব্য

আলোচিত