স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২ ০১:৪৬

কানাডাকে বড় ব্যবধানে হারাল ক্রোয়েশিয়া

দ্বিতীয় মিনিটে কানাডার আলফানসো ডেভিসের রেকর্ড গোলে পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জিতেছে ক্রোয়েশিয়া।

রোববার (২৭ নভেম্বর) খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে ৪-১ গোলে জেতে গতবারের রানার্সআপরা।

দ্বিতীয় মিনিটে (১ মিনিট ৮ সেকেন্ড) কানাডার হয়ে স্কোরশিটে নাম তোলেন আলফানসো ডেভিস। কানাডার সবচেয়ে বড় ফুটবল তারকা ডেভিসই দেশটির জার্সিতে বিশ্বকাপের প্রথম গোলদাতা।

১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে ফিরেছে কানাডা। প্রথম অংশগ্রহণে একবারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তারা। নিজেদের দ্বিতীয় আসরে ডেভিসের কল্যাণে ভেঙেছে সেই ডেডলক।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পাওয়া কানাডা ক্রোয়েশিয়াকে আটকে রেখেছিল প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

এর মিনিট আটেক পর স্কোরশিটে নাম তোলেন মার্কো লিভাজা। তাতেই ম্যাচে প্রথম লিড নেয় ক্রোয়েশিয়া। সেই লিড ধরে রেখেই অবশ্য জয়ের শেষ হাসি হেসেছে লুকা মদ্রিচ-মাতেও কোভাচিচের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারও গোল করতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ম্যাচের ৭০ মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন ক্রামারিচ। তাতেই কানাডার বিপক্ষে তাদের বড় জয় নিশ্চিত হয়।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আরও একবার বল কানাডার জালে পাঠান ক্রোয়াট ফুটবলার লাভ্রো মাজের। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গোল করেন তিনি।

এই জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার উপায় টিকে থাকলো ক্রোয়াটদের জন্য। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করেছিল লুকা মদ্রিচরা।

আপনার মন্তব্য

আলোচিত