স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:০৬

এবার বিশ্বকাপে 'ফোর কে' ব্যাবহার করছে আইসিসি

২০১৫ বিশ্বকাপ ক্রিকেট আসরের খেলাগুলো স্টার স্পোর্টস চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের আড়াই বিলিয়ন মানুষ উপভোগ করতে পারবে বলে জানিয়েছে আইসিসি। খেলা সম্প্রচারের চ্যানেলটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

২০১৫ বিশ্বকাপ ক্রিকেট আসরের খেলাগুলো স্টার স্পোর্টস চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের আড়াই বিলিয়ন মানুষ উপভোগ করতে পারবে বলে জানিয়েছে আইসিসি। খেলা সম্প্রচারের চ্যানেলটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার

এবারের বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে মাঠের মধ্যেই থাকবে ২৯টি ক্যামেরা। গ্রুপ পর্বের ১৩টি ম্যাচে থাকবে আলট্রা মোশন ক্যামেরা এবং স্পাইডার ক্যাম। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে থাকবে ড্রোন ক্যামেরা। এছাড়া থাকবে রিয়েল টাইম স্নিকোমিটার, এল ই ডি স্ট্যাম্পের মতো প্রযুক্তি।

দর্শকরা যাতে নিজ ঘরেই বসে মাঠে খেলা দেখার স্বাদ পায় তার জন্যে সেমি ফাইনাল এবং ফাইনালসহ সাতটি ম্যাচে প্রথমবারের মতো ফোর কে প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে স্টার স্পোর্টস।

ধারাভাষ্যকারদের তালিকা

প্রতি মুহূর্তে খেলার খুঁটিনাটি তুলে ধরবেন ৩০ জন বিশেষজ্ঞ ভাষ্যকার।

এদের মধ্যে থাকছেন ওয়াসিম আকরাম, রাসেল আর্নল্ড, ইয়ান বিশপ, মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, ইয়ান বোথাম, সাইমন ডৌল, রাহুল দ্রাবিড়, স্টিফেন ফ্লেমিং, সৌরভ গাঙ্গুলি, ডেমিয়েন মার্টিন,  সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, মাইক হাসি, ডিন জোন্স, নাসের হুসাইন, ব্র্যান্ডন জুলিয়ান, নিক নাইট, ব্রেট লি, ডেভিড লয়েড, সঞ্জয় মাঞ্জেকার,  পমি মাংওয়া, টম মুডি, শন পোলক, টম মুডি, রমিজ রাজা, মার্ক রিচার্ডসন, মাইকেল স্ল্যাটার, ইয়ান স্মিথ, স্কট স্টাইরিস, মার্ক টেইলর , শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ, হার্শা ভোগলে, মার্ক নিকোলাস এবং অ্যালান উইলকিন্স।

বিশ্বকাপ সম্প্রচার পরিকল্পনা নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, 'আমরা আশা করি বিশ্বে আড়াই বিলিয়ন মানুষ এবারের আসরের খেলাগুলো সর্বোচ্চ আনন্দের সঙ্গেই উপভোগ করতে পারবে।'

এছাড়া ভারতে সাতটি ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

আপনার মন্তব্য

আলোচিত