স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৩০

বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান মারা গেছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক প্রধান কোচ জর্জ কোটান আর বেঁচে নেই।

গত ২৫ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভুত এই অস্ট্রিয়ান কোচ।

হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের প্রেস অফিসার জর্জো জাবো সংবাদমাধ্যমকে কোটানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৬ অক্টোবর বুদাপেস্টে কোটানের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

লাল-সবুজের জার্সিধারীদের দায়িত্ব নিতে ২০০০ সালে প্রথমবার ঢাকায় আসেন হাঙ্গেরিয়ান জর্জ কোটান। তার কোচিংয়ে ২০০৩ সালে প্রথম ও একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশ।

২০০৩ সালে বাংলাদেশক দলকে সাফ জিতিয়ে সেই বছর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের দায়িত্ব নেন। দায়িত্ব পেয়েই ক্লাবকে ফেডারেশন কাপের শিরোপা জেতান হাঙ্গেরিয়ান-অস্ট্রিয়ান এই কোচ। ২০০৯-১০ সালে পাকিস্তান ফুটবল দলেরও দায়িত্ব পান কোটান।

২০১৪ সালে আবারও বাংলাদেশে ফেরেন জর্জ কোটান। ঢাকায় ফিরে আসেন আবাহনীর দায়িত্ব নিয়ে। কিছুদিন ধাকার পর চলে যান নিজ দেশে। স্ত্রীকে সঙ্গে নিয়ে আবারও ঢাকায় এসে ২০১৬ পর্যন্ত আবাহনীর দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত